• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

কুড়িগ্রামে তীব্র ঠান্ডায় বেড়েছে দুর্ভোগ: তাপমাত্রা ৭.২ ডিগ্রি

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২০  

কুড়িগ্রামে শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। মাঘ মাসের শুরু থেকে তাপমাত্রা কমতে থাকায় হাড় কাঁপানো ঠান্ডা বিরাজ করছে। ঘন কুয়াশার সঙ্গে হিম বাতাস বয়ে যাওয়ায় ঠান্ডার তীব্রতাও বাড়ছে। মঙ্গলবার সকাল থেকে কুড়িগ্রামে সূর্যের দেখা মিলেনি। তীব্র ঠান্ডার সঙ্গে দুর্ভোগে পড়েছে মানুষ। অনেকে বাড়ির পাশে খড়কুটো জ্বালিয়ে আগুন নিবারণের চেষ্টা করছেন।

এছাড়া কনকনে ঠান্ডায় শিশুরা আক্রান্ত হচ্ছে শ্বাসকষ্ট, ডায়রিয়াসহ ঠান্ডাজনিত নানা রোগে। কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসা নিচ্ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশু ও বৃদ্ধরা। এর মধ্যে ঠান্ডায় দুর্ভোগ বেড়েছে ১৬ নদ-নদী বেষ্টিত কুড়িগ্রামের চার শতাধিক চরাঞ্চলের মানুষের। স্থানীয় বৃদ্ধা তারা বিবি ও জোহরা বিবি জানান, ঠান্ডার কারণে তিনি কাজ করতে পারছেন না। বাড়িতে খড়কুটো জ্বালিয়ে রেখেছেন।

কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, বুধবার কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার সঙ্গে হিম বাতাস বয়ে যাওয়ায় ঠান্ডার তীব্রতা বাড়ছে। 

সুবল চন্দ্র সরকার আরো বলেন, কুড়িগ্রামে তাপমাত্রা কমছে। এখানে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার পাশাপাশি গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হতে পারে।