• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

কুড়িগ্রামে ত্রাণ বিতরণ করলেন ছাত্রলীগ সভাপতি শোভন

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৩০ জুলাই ২০১৯  

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার সীমান্তবর্তী দুর্গম সাহেবের আলগা ইউনিয়নের চেরাগের আলগার চরের বন্যা দুর্গত আড়াইশ পরিবারের পাশে ত্রাণ সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
মঙ্গলবার প্রত্যন্ত দুর্গম চেরাগের আলগার চরে ছাত্রলীগ সভাপতি রেজানুল হক শোভনের উদ্যোগে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারন সম্পাদক আতাউর রহমান বিপ্লব, বিশিষ্ট কবি ও সাংবাদিক মিজান খন্দকার ও জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এছাড়া গত ১০ দিন ধরে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রেজানুল হক চৌধুরী শোভন এর তত্বাবধানে কুড়িগ্রাম জেলার দুর্গম চরাঞ্চল ছাড়াও উলিপুর, চিলমারী, নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলার বানভাসি মানুষের জন্য ত্রাণ সহায়তা হিসেবে নগদ টাকাসহ শুকনো শুকনো খাবার, চাল, ডাল, তেল, জরুরী ওষুধ বিতরণ করা হচ্ছে। ইতিমধ্যে ৩০ লাখ টাকা নগদ, সাড়ে ৪ লাখ টাকার শুকনো খাবার এবং সাড়ে ৫ লাখ টাকার চাল-ডালসহ অন্যান্য ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ ছাত্রলীগের চলমান ত্রাণ বিতরণ কার্যক্রমগুলোতে কুড়িগ্রাম জেলা ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নিচ্ছেন।
দুর্গম এলাকাগুলোতে ত্রাণ বিতরণকালে রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, ‘যে কোনও দুর্যোগে ছাত্রলীগ বরাবরই মানুষের পাশে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা সারা দেশে ত্রাণ সামগ্রী বিতরণ করছি, বন্যার্ত মানুষের সহযোগিতা করছি।’