• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

কুড়িগ্রামে ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৯  

কুড়িগ্রামের উলিপুরে ধানক্ষেত থেকে জয়নাল আবেদীন নামে এক পল্লি চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২১ অক্টোবর) সকালে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের সোনাপুর বাজারের কাছে একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত জয়নাল আবেদীন সোনাপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন পল্লি চিকিৎসক। স্থানীয় সোনাপুর বাজারে তার একটি ফার্মেসি রয়েছে।

স্থানীয়রা জানায়, সোমবার সকালে জয়নালের বাড়ির পাশে একটি ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় পথচারীরা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। জয়নালের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, ধানক্ষেতে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে সেখানে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে।