• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

কুড়িগ্রামে নানা আয়োজনে তিন দিনব্যাপী কৃষি মেলা শুরু

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২০  

কুড়িগ্রামে তিনদিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রæয়ারি) দুপুর সাড়ে ১২টায় খামারবাড়ী চত্বরে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আলী।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক ডা: মোস্তাফিজুর রহমান প্রধানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রাণী সম্পদ অফিসার ডা: মো: আব্দুল হাই, জেলা প্রশিক্ষণ অফিসার মো: শামসুদ্দিন মিঞা, সদর কৃষি অফিসার জাকির হোসেন, মোগলবাসার কৃষক এনামুল হক টুকু প্রমুখ।

রংপুর বিভাগ কৃষি ও গ্রামিণ উন্নয়ন প্রকল্পের আওতায় ব্যবহ্নত প্রযুক্তি সম্পর্কে ধারণা প্রদানের লক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুড়িগ্রাম সদরের আয়োজনে তিনদিন ব্যাপী মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ১৯টি স্টল অংশগ্রহন করে।

মেলা উপলক্ষে প্রতিদিন সন্ধ্যায় কৃষির উন্নয়ন নিয়ে সঙ্গীতানুষ্ঠান ও কৃষি ভিত্তিক অনুষ্ঠান সম্প্রচার করা হবে।