• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

কুড়িগ্রামে প্রয়াত বীরপ্রতীক তারামন বিবির স্মরণে শোকসভা অনুষ্ঠিত

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৮  

কুড়িগ্রামে প্রয়াত বীরপ্রতীক তারামন বিবির স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উত্তরবঙ্গ জাদুঘরের আয়োজনে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।

এ সময় বীরপ্রতীক তারামন বিবির ব্যবহৃত ২টি শাড়ি, চশমা, পাসপোর্ট ও ২টি ব্যাংক চেকবই উত্তরবঙ্গ জাদুঘরে স্মারক হিসেবে জমা দেন তার স্বামী আব্দুল মজিদ।

শোকসভায় উত্তরবঙ্গ জাদুঘরের প্রতিষ্ঠাতা পিপি অ্যাড. এসএম আব্রাহাম লিংকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি জেলা প্রশাসক সুলতানা পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক ডিডিএলজি রফিকুল ইসলাম সেলিম, সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলাম, সদর ইউএনও আমিন আল পারভেজ, মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুস সবুর ফারুকী ও সাংবাদিক পরিমল মজুমদারসহ প্রমুখ।