• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৩৬০ পরিবারের মাঝে সহায়তা প্রদান

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২০  

‘বাহে কাতিমাসি মঙ্গায় ইলিপ পায়া মুই খুব খুশি হইছং। বারে বারে বান আসি মোর আবাদ কিস্তি সইগ খায়া গেইছে। বউ-ছাওয়া নিয়ে মুই খুবই কষ্টে আছং। এই ইলিপ পায়া মোর খুব উপকার হইলো’। বুধবার সকালে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এর চিলমারী প্রকল্পের উদ্যে্াগে চিলমারীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারে মাঝে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সহায়তা পেয়ে আনন্দে এ কথা গুলো বলতেছিলেন মহর উদ্দিন(৭০) নামের এক বৃদ্ধ। 

ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এর কর্মকর্তা ইনচার্জ মিঃ মাটিন সৈকত বিশ্বাসের সভাপতিত্বে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শওকত আলী সরকার বীর বীক্রম, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা এ ডব্লিউ এম রায়হান শাহ্, ভাইস চেয়ারম্যান আবদুল কুদ্দুস সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান আছমা বেগম চৌধুরী, টিম লিডার এম এস ম্যাটিল্ডা টিনা বৈদ্য, থানাহাট ইউপি চেয়ারম্যান মোঃ আবদুর রাজ্জাক মিলন, প্রজেক্ট কর্মকর্তা আবদুল মালেক সরকার প্রমুখ। 

বন্যায় ক্ষতিগ্রস্থ ১ হাজার ৩৬০ পরিবারে মাঝে চাল ২০ কেজি, ডাল ২ কেজি, তেল ২ লিটার, আলু ৪ কেজি, পিয়াজ ১ কেজি, চিনি ১ কেজি, গুড় ১ কেজি, চিড়া ৪ কেজি, মোমবাতি ১টি, ম্যাচ ৬ বক্স, লাইফবয়/স্যাভলন সাবান ২টি, মাস্ক ২০টি, ডিটারজেন্ট পাউডার ২ কেজি, খাবার স্যালাইন ১ বক্স, পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট ৪০টি, স্যানিটারি প্যাড ৪টি, মশারী ১টি, বালতি ১টি, মগ ১টি করে প্যাকেজ সহায়তা প্রদান করা হয়।