• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৪০ পরিবার পেল খাবার

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৯  

কুড়িগ্রামের রৌমারীতে কোরিয়া সরকারের অর্থায়নে বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারকে বিনামূল্যে খাবার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন (এমপি) এসব সামগ্রী বিতরণ করেন। এছাড়াও ঘর, টয়লেট নির্মাণ ও টিউবওয়েল স্থাপন কাজের উদ্বোধন করেন তিনি।

এরমধ্যে কোরিয়ান সরকারের সংস্থা কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা)’র অর্থায়নে কপিওন ও হোপ বাংলাদেশের ব্যবস্থাপনায় স্থানীয় সংস্থা সিএসডিকে’র সহায়তায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৪০ পরিবারের মাঝে চাল ২০ কেজি, মসুর ডাল ৪ কেজি, সয়াবিন তেল ৫ লিটার, চিনি ৪ কেজি, লবণ ২ কেজি, ৫০০ গ্রাম গুঁড়া দুধ খাদ্য বিতরণ করা হয়।

এছাড়াও ৪৫টি মেঝে পাকা টিনসেট ঘর, ৩০টি টয়লেট ও ১৫টি টিউবওয়েল ৯০টি পরিবারকে বিনামূল্যে দেয়া হয়।

এতে উপস্থিত ছিলেন, ইউএনও আল ইমরান, হোপ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মি. কিয়ং ইয়ুব লি, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান বঙ্গবাসী, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোমেনুল ইসলাম, সিএসডিকে এনজিও’র নির্বাহী পরিচালক আবু হানিফ, ইউটিসিডাব্লিউটিবি’র চেয়ারম্যান তরুন চাম্বু গং, হোপ বাংলাদেশের সমন্বয়কারী অনিল সিংহ, প্রোগ্রাম ম্যানেজার জনবৃগেন, সিএসডিকে সহকারী নির্বাহী পরিচালক আমির হোসেন প্রমুখ।