• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২০  

‘মেয়ে আমি সমানে সমান এখনি সময় পরিবর্তনের’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে জেলা প্রশাসনের সাথে যুব প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসন চত্বরে অবস্থিত উদগিরণ মুক্ত মঞ্চে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন। 

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিলুফা সুলতানা, বিবিএফজি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। 

অনুষ্ঠানে জেলার ৭২টি ইউনিয়ন ও ৩টি পৌরসভা থেকে দেড়শ জন যুব প্রতিনিধি শহর ও গ্রামাঞ্চলে বাল্যবিবাহ প্রতিরোধে গ্রুপ ওয়ার্কের মাধ্যমে তাদের পরিকল্পনা সবার মাঝে উপস্থাপন করে। 

প্রসঙ্গত, আরডিআরএস বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত ‘বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রকল্প’ ২০১৭ সাল থেকে বাল্যবিবাহ নিরোধে কুড়িগ্রাম জেলায় নিকাহ রেজিষ্টার, ইমাম, পুরোহিত, শিক্ষক, অভিভাবক ও যুবদের নিয়ে কার্যক্রম পরিচালনা করে আসছে। এতে আর্থিকভাবে সহযোগিতা করছে সিডা ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।