• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

কুড়িগ্রামে বাসচাপায় শিশুর মৃত্যু

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৪ আগস্ট ২০১৯  

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা শহরের আরডিআরএস অফিসের সামনে বাসচাপায় রায়হান (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। বুধবার সকাল সাড়ে ৮টায় ভূরুঙ্গামারী থেকে ময়মনসিংহগামী অনিন্দ্য পরিবহনের একটি দূরপাল্লার বাস শিশুটিকে চাপা দেয়। এসময় ক্ষুব্ধ জনতা সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সড়ক অবরোধ করে। পরে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় জনতা। এ ঘটনায় বাসটি আটক করা হলেও ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। নিহত রায়হান পৌর এলাকার বাণুরখামার গ্রামের শহিদুল ইসলামের পুত্র। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

            ঘটনার সত্যতা স্বীকার করে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রওশন কবীর জানান, দুর্ঘটনার পর বাসটি দ্রুতগতিতে ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে গেলেও কুড়িগ্রামে তা আটক করা হয়। তবে চালক ও হেলপার বাসটি ফেলে পালিয়ে যায়। তাদেরকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় নাগেশ্বরী থানায় ইউডি মামলা হয়েছে। মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করে নাগেশ্বরী থানা পুলিশ।