• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

কুড়িগ্রামে বাসের ভেতর থেকে হেলপারের লাশ উদ্ধার

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০১৯  

কুড়িগ্রাম কেন্দ্রীয় বাস টা‌র্মিনালে পা‌র্কিং করা এক‌টি বা‌সের ভেতর থে‌কে ওই বা‌সের হেলপার শিপনের (১৪) লাশ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। আজ শ‌নিবার সকা‌লে কু‌ড়িগ্রাম সদর থানা পু‌লিশ লাশ উদ্ধার ক‌রে। কু‌ড়িগ্রাম সদর থানার পু‌লিশ প‌রিদর্শক (ও‌সি তদন্ত) রাজু সরকার এ তথ্য নি‌শ্চিত করেছেন।

শ্র‌মিকরা আরও জানান, শিপন কু‌ড়িগ্রাম-ভুরুঙ্গামারী রু‌টে শাহজালাল প‌রিবহন (জ-১১-০২৬৩) নামে এক‌টি বা‌সের হেলপার হি‌সে‌বে কাজ ক‌রে। গতকাল শুক্রবার ভুরুঙ্গামারী থেকে ফি‌রে রা‌তে সে বা‌সের ভেত‌রেই ঘু‌মি‌য়ে‌ছিল। সকালে তা‌কে বা‌সের অন্যান্য স্টাফরা ডাকতে গি‌য়ে তার নিথর দেহ দেখ‌তে পায়। প‌রে পু‌লিশে খবর দি‌লে পু‌লিশ এ‌সে লাশ উদ্ধার ক‌রে ম‌র্গে পাঠায়।

‌নিহত শিপন জেলার ভুরুঙ্গামারী উপ‌জেলার পাই‌কেরছড়া ইউনিয়‌নের গ‌ছিডাঙ্গা গ্রা‌মের মোজা‌ম্মেল হ‌কের ছে‌লে ব‌লে জানা গে‌ছে। বাস‌টি ভুরুঙ্গামারী উপ‌জেলার অ‌ধিবাসী নুরু নামে সা‌বেক এক পু‌লিশ সদস্যের ব‌লে জা‌নি‌য়ে‌ছে কেন্দ্রীয় বাস টা‌র্মিনা‌লের শ্র‌মিকরা।

কু‌ড়িগ্রাম সদর থানার পু‌লিশ প‌রিদর্শক (ও‌সি তদন্ত) রাজু সরকার জানান, প্রাথ‌মিকভা‌বে লাশের শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়‌নি। গলায় তার নি‌জের ব্যবহৃত এক‌টি গামছা প্যাঁচা‌নো থাকলেও সেটা স্বাভা‌বিক অবস্থায়ই। ময়না তদ‌ন্তের পর বোঝা যা‌বে ঠিক কী কার‌ণে শিপ‌নের মৃত্যু হয়ে‌ছে।