• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ মে ২০২০  

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুর রশিদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় তাকে সাহায্যের জন্য এগিয়ে আসা শফিকুল ইসলাম নামের আরেক যুবক আহত হয়। শিলখুড়ী ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন ইউসুফ ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।

নিহত যুবক ভুরুঙ্গামারী উপজেলার শিলখুড়ী ইউপির উত্তর তিলাই (হরির ধাম) গ্রামের আব্দুস সবুরের ছেলে। তিনি উত্তর তিলাই রুহুল ইসলাম দাখিল মাদরাসার পিয়ন পদে কর্মরত ছিলেন। 

জানা গেছে, শুক্রবার দুপুরে সেচ পাম্পের লাইন বাড়িতে এনে আটোরিকশায় চার্জ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় আব্দুর রশিদ। এ সময় তাকে সাহায্যের জন্য এগিয়ে আসলে শফিকুল ইসলাম নামের অরেকজন আহত হয়।

নিহতের পরিবারের লোকজন তাদের উদ্ধার করে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে  চিকিৎসক আব্দুর রশিদকে মৃত ঘোষণা করেন। আহত শফিকুল ইসলাম চিকিৎসাধীন রয়েছেন।