• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

কুড়িগ্রামে মোবাইল হেলথ শীর্ষক সংলাপসভা অনুষ্ঠিত

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৯  

আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রত্যন্ত এলাকার মানুষের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে মোবাইল হেলথ শীর্ষক সংলাপসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলা আলোর ভুবন কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত সংলাপে সভাপতিত্ব করেন, সদর ইউএনও নিলুফা ইয়াছমিন।

বেসরকারি সংগঠন ফ্রেন্ডশীপের স্বাস্থ্য সেক্টর, মোবাইল হেলথ প্রকল্প (এমহেলথ) অনুষ্ঠানের আয়োজন করে। এসময় বক্তব্য রাখেন, সদর উপজেলা শিক্ষা অফিসার মো: লুৎফর রহমান, কৃষি কর্মকর্তা জাকির হোসেন, সমাজসেবা কর্মকর্তা হাবিবুর রহমান, প্রেসক্লাবের সভাপতি এড. আহসান হাবীব নীলু, ফ্রেন্ডশীপের আঞ্চলিক সমন্বয়কারী একেএম শাখাওয়াত হোসেন, সিনিয়র প্রকল্পসমন্বয়কারী আলী আব্দুল্লাহ, আরিফুল ইসলাম প্রমুখ।

জেএসকে’র অর্থায়নে এমহেলথ প্রকল্প সদর উপজেলার ৬টি ইউনিয়নে কার্যক্রম বাস্তবায়ন করছে। এই প্রকল্পের মাধ্যমে রোগীকে দ্রুত পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি আধুনিক তথ্য সমৃদ্ধ ডাটাবেজ, অটোমেটেড এ্যালগরিদম বেজড ডায়াগনিসিস, প্রেসক্রিপশন, মেডিসিন ও জটিল রোগীদের জন্য অভিজ্ঞ পরামর্শভিত্তিক প্রযুক্তি নির্ভর স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে।