• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

কুড়িগ্রামে সাংবাদিকতায় ঝুঁকি ও নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ শুরু

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৯  

কুড়িগ্রামে সাংবাদিকদের নিরাপত্তা-ঝুঁকি চিহ্নিতকরণ, নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন ও দায়মুক্তি বিষয়ক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার কুড়িগ্রাম জেলা পরিষদ হল রুমে প্রবীণ সাংবাদিক সমিউল হক নান্টুর সভাপতিত্বে উদ্বোধনী কার্যক্রম শুরু হয়।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর প্রেস ক্লাবের সভাপতি সদরুল আলম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নজরুল ইসলাম, বাংলাদেশ মানবাধিকার রক্ষাকর্মী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি মুশফেকা রাজ্জাক, কুড়িগ্রাম খবর সম্পাদক ছানালাল বকসী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক শ্যামল ভৌমিক, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ইউসুফ আলমগীরসহ প্রমুখ।

প্রশিক্ষণ আয়োজকরা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকরা রাষ্ট্রীয় কোনো মাধ্যমে অথবা সরকারি-বেসরকারি উভয় ক্ষেত্রে কমিউনিটির দ্বারা সহিংসতা, যৌন হয়রানি, বৈষম্য, মৌখিক নির্যাতন এবং অনলাইন বা অফলাইনে ব্যক্তিগত সুনামের ওপর আঘাত মোকাবিলায় সক্ষম হয়ে উঠবেন। পাশাপাশি চ্যালেঞ্জ, ঝুঁকি ও হুমকি মোকাবিলায় দক্ষতা অর্জন ও সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণে সক্ষম হবেন।

ইউরোপিয়ন ইউনিয়নের সহযোগিতায় নিউজ নেটয়ার্কের আয়োজনে প্রশিক্ষন কর্মশালায় কুড়িগ্রাম জেলার ইলেক্টিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।