• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় সাব-রেজিস্ট্রারসহ নিহত ৩

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৬ আগস্ট ২০১৯  

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা সাব রেজিস্ট্রার নুশরাত জাহান (৩৮) তার বাসার কাজের মেয়ে জান্নাত খাতুন সহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এসময় তার দুই সন্তান ও চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চালকও মারা যায়।

জানা যায়, মঙ্গলবার (৬ আগস্ট) সকালে কুড়িগ্রাম থেকে ব্যক্তিগত প্রাইভেট কার যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন নুশরাত জাহান। পথিমধ্যে গোবিন্দগঞ্জ শহরের বোয়ালিয়া এলাকায় শঠিবাড়ী সেবা পরিবহন বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই সাব-রেজিস্ট্রার নুশরাত জাহান ও তার বাসার কজের মেয়ে জান্নাত খাতুন নিহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা প্রাইভেট কারের চালক সহ তার দুই সন্তান গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। দুপুর আড়াইটায় চিকিৎসাধীন অবস্থায় চালক মারা যায় বলে জানা যায়।

নুশরাত জাহান রাজারহাট উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে মহিলা সাব রেজিস্ট্রার হিসেবে গত ২০১৮ সালের পহেলা এপ্রিল যোগদান করেন। তার অকাল মৃত্যুতে রাজারহাট উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও দলিল লেখক সমিতিসহ, উপজেলা পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারী তার আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

এ ব্যাপারে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আ. কাদের জিলানী বলেন, ‘নিহতদের গোবিন্দগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে।’

বিষয়টি গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ মেহেদুল ও রাজারহাট অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার নিশ্চিত করেন।

উল্লেখ্য, সাব-রেজিস্ট্রার নুশরাত জাহান মুন্সিগঞ্জ জেলার শাহ জামাল ইসলামী ব্যাংকের ম্যানেজার আনিছুর রহমানের সহধর্মিনী ছিলেন।