• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

কৃষকের ধান কেটে দিলেন ইউপি চেয়ারম্যান

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩১ মে ২০২০  

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় স্বেচ্ছাশ্রমে কৃষকের জমির ধান কেটে দিয়েছেন জয়মন্টপ ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. শাহাদাৎ হোসেন ও ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার তারা কৃষক সোহরাব হোসেনের আড়াই বিঘা জমির পাকা ধান কেটে ঘরে তুলে দেন।

সূত্র জানায়, করোনা পরিস্থিতিতে শ্রমিকের অভাবে জয়মন্টপ ইউনিয়নের খান বানিয়ারা গ্রামের কৃষক সোহরাব হোসেন ধান কাটতে পারছিলেন না। বৃষ্টির পানি জমে আড়াই বিঘা জমির ধান নষ্ট হওয়ার উপক্রম হয়। এ বিষয়টি তুলে ধরে ফেসবুকে স্ট্যাটাস দেন কৃষকের ছেলে তাজুল ইসলাম রতন। বিষয়টি নজরে আসলে ধান কেটে দেওয়ার উদ্যোগ নেন ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো.শাহাদাৎ হোসেন।

শনিবার সকালে ছাত্রলীগের নেতাকর্মী নিয়ে ইউপি চেয়ারম্যান উপস্থিত হন ধানের ক্ষেতে। ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান খানের নেতৃত্বে ২০/২৫ জন নেতাকর্মী আড়াই বিঘা জমির পাকা ধান কেটে কৃষকের ঘরে তুলে দেন। এ সহযোগিতা পেয়ে ভীষন খুশি কৃষক সোহরাব হোসেন।