• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

কৃষিজাত পণ্য রফতানি করতে চাই: কৃষিমন্ত্রী

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০১৯  

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, প্রধানমন্ত্রী তার দূরদর্শিতা ও প্রজ্ঞার মাধ্যমে দেশকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। বাংলাদেশ আজ বিশ্বে রোল মডেল। এখন আমরা কৃষিজাত পণ্য রফতানি করতে চাই।

বৃহস্পতিবার জাপানের এক প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ দুর্যোগ প্রবণ দেশ। দুর্যোগের সঙ্গে লড়াই করেই আমাদের টিকে থাকতে হয়। তবুও বাংলাদেশে শিল্প প্রতিষ্ঠান স্থাপন করার জন্য একশ’টি অর্থনৈতিক জোন রয়েছে, যেখানে সব সুযোগ সুবিধা রয়েছে।

জাপান বাংলাদেশের পরম বন্ধু উল্লেখ করে আব্দুর রাজ্জাক বলেন, স্বাস্থ্য ও কৃষিসহ বিভিন্ন খাতে জাপানের অনেক সহায়তা রয়েছে। এছাড়া জাপানিদের প্রতি বাংলাদেশিদের অগাধ ভালোবাসা ও বিশ্বাস রয়েছে।

তিনি আরো বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ হওয়া সত্ত্বেও আমাদের অনেক শিক্ষার্থী জাপানে উচ্চতর পড়ালেখার জন্য যায়। তাই আমরা দুই দেশের সম্পর্ককে জোরদার করতে চাই।

এ সময় জাপানি প্রতিনিধির সদস্যরা জানান, তারা বিশ্বের বিভিন্ন দেশে এ পর্যন্ত ৮১টি হাসপাতাল প্রতিষ্ঠা করেছে। এসব হসপাতালে প্রায় ৬শ’ জন বিশেষজ্ঞ ডাক্তার রয়েছে। তারা বাংলাদেশের স্বাস্থ্যখাতে প্রশিক্ষণ দিতে আগ্রহী।