• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

কেকেআরের সর্বকালের সেরা একাদশে সাকিব

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ মে ২০২০  

বিশ্বক্রিকেটের ঘরোয়া আসরের সবচেয়ে জনপ্রিয় প্রতিযোগিতা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সাকিব আল হাসানের অভিষেক হয় কলকাতা নাইট রাইডার্সের হয়ে। সেখানে কাটিয়েছেন একটানা সাতটি বছর। দলের দুইবার শিরোপা জয়ে দারুণ ভূমিকা রেখেছেন এই টাইগার অলরাউন্ডার। এবার জায়গা করে নিয়েছেন দলটির সর্বকালের সেরা একাদশেও। 

ভারতের প্রভাবশালী গণমাধ্যম আনন্দবাজার বেছে নিয়েছে কলকাতা নাইট রাইডার্সের সেরা একাদশ। সেখানে ওপেনার ও অধিনায়ক হিসেবে আছেন বর্তমানে বিজেপির বিধায়ক গৌতম গাম্ভীর। আরেক ওপেনার হিসেবে আছেন মারকুটে কিউই ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম। তিন নম্বরে জায়গা করেছে নিয়েছেন রবিন উথাপ্পা। একইসঙ্গে উইকেট সামলাবেনও তিনি। মিডলঅর্ডার সামলাবেন মনীশ পান্ডে। পাঁচে ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল। অন্তত ১২৫ বল খেলা ব্যাটসম্যানদের মধ্যে তারই স্ট্রাইক রেট সর্বোচ্চ, ১৮৮.৭৪। বল হাতে নিয়েছেন অর্ধশতাধিক উইকেট। 

দলের লাইনআপের প্রাণকেন্দ্র ৬ নম্বরে আছেন বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান। তাকে অন্তর্ভুক্তির বিষয়ে আনন্দবাজার লিখেছে, ছয়ে আর একজন অলরাউন্ডার। ইনি বাংলাদেশের সাকিব আল হাসান। ব্যাটে নির্ভরযোগ্য, বল হাতে কৃপণ। সাকিবের উপস্থিতি ভারসাম্য বাড়াবে দলে। প্রায় সাত বছর কেকেআরে ছিলেন তিনি। কলকাতার দু’বার চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে ব্যাটে-বলে অবদান ছিল তাঁর।

দলে আছেন আরেক ক্যারিবীয় অফ স্পিনার সুনীল নারাইন। কলকাতার হয়ে নিয়েছেন ১১২ উইকেট। লেগ স্পিনার পীযুষ চাওলাও আছেন একাদশে। বাঁহাতি চায়নাম্যান কুলদ্বীপ যাদব আছেন নয় নম্বরে। পেসার হিসেবে একাদশে জায়গা করে নিয়েছেন মোহামদ শামি এবং উমেশ যাদব। 

সেরা কলকাতা নাইট রাইডার্স একাদশ: ব্রেন্ডন ম্যাককালাম, গৌতম গাম্ভীর (অধিনায়ক), রবিন উথাপ্পা, মনীশ পান্ডে, আন্দ্রে রাসেল, সাকিব আল হাসান, সুনীল নারাইন, পীযুশ চাওলা, কুলদ্বীপ যাদব, উমেশ যাদব ও মোহাম্মদ শামি।