• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

কোচিং বাণিজ্য নিয়ে ব্যস্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২০  

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার একমাত্র সরকারী বালক উচ্চ বিদ্যালয় হল বীরগঞ্জ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় । বীরগঞ্জ উপজেলা সহ পাশ্ববর্তী কাহারোল, খানসামা উপজেলা সহ জেলার বিভিন্ন উপজেলার শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার চিন্তায় অভিভাবকরা তাদের সন্তানদের ভর্তি করেন বীরগঞ্জ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ে। এই বিদ্যালয়ের ইতিহাস ও শিক্ষার পরিবেশ স্বর্ণক্ষরে লেখা।

কিন্তু বর্তমানে অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিদ্যুৎ কুমার কবিরাজগত অক্টোবরে দায়িত্ব পাওয়ার পর থেকে অনিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকার কারণে শিক্ষার মান ব্যাহত হচ্ছে। কারণ হিসেবে জানা গেছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিদ্যুৎ কুমার কবিরাজ তার বর্তমানে দিনাজপুর সদর উপজেলায় নিজ বাসায় কোচিং বাণিজ্য চালানোর কারণে বিদ্যালয়ে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপস্থিত থেকে নিয়মিত দুপুর ১টা পর কোচিং বাণিজ্যের জন্য বিদ্যালয় ত্যাগ করে। সেই কারণে ২০১৯ সালে অধিকাংশ শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। গত ২০ ডিসেম্বর/২০১৯ইং তারিখে ৬ষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই দিনে রাত্রে ফলাফল ঘোষণা করা হয়। ভর্তির শেষ তারিখ ০৭/০১/২০২০ তারিখ পর্যন্ত ভর্তি হয়েছেন ক-শাখায় ৫৯ জন ও খ-শাখায়-৫৭ জন। মোট ৪জন বাকি থাকলেও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিদ্যুৎ কুমার কবিরাজের কাছে জানতে তিনি কত জন ভর্তি হয়েছে সাংবাদিককে জানাতে অনিচ্ছুক প্রকাশ করেন।

এব্যাপারে পরীক্ষা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ামিন হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন সব ভর্তি হয়ে গেছে কোন সিট ফাঁকা নেই।