• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

কোনও মুক্তিযোদ্ধা গৃহহীন থাকবে না: গণপূর্তমন্ত্রী

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৯  

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, দেশের কোনও মুক্তিযোদ্ধা গৃহহীন থাকবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের সঠিক মূল্যায়ন করেছেন। শুক্রবার (২০ সেপ্টেম্বর) পিরোজপুরের নাজিরপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ৭২ সালে মুক্তিযুদ্ধের চেতনায় আমরা এগিয়ে চলেছিলাম। ৭৩ সালে বঙ্গবন্ধু যুদ্ধাপরাধীদের বিচারের জন্য ট্রাইব্যুনাল অ্যাক্ট করেছিলেন। প্রায় ৩৭ হাজার যুদ্ধাপরাধীদের গ্রেফতার করে জেলে নেওয়া হয়। কিন্তু চক্রান্ত করে ৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে খুন করা হলো। ওই বছরের ৩১ ডিসেম্বর জিয়াউর রহমান জেলখানার গেট খুলে দিয়ে আটক যুদ্ধাপরাধীদের মুক্ত করে দিলেন। তিনি আক্ষেপ করে বলেন, এর আগে পিরোজপুরে মুক্তিযোদ্ধাদের ভাতা থেকে টাকা কেটে নেওয়া হতো। মুক্তিযোদ্ধাদের সন্তানদের চাকরির কোটা না মেনে ঘুষ নিয়ে চাকরি দেওয়া হতো।

প্রায় ২ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে নাজিরপুরে নির্মিত এ ভবনের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজি আক্তার। উপজেলার শহীদ মিনার মাঠে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মো. আজাদ, উপজেলা চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের জেলা নির্বাহী প্রকৌশলী সুশান্ত রঞ্জন হালদার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সমীর কুমার দাস বাচ্চু, সাবেক কমান্ডার গৌতম নারায়ন চক্রবর্তী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আ. লতিফ প্রমুখ।

ভবন উদ্বোধন
বিকাল ৪টার দিকে উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের জীবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম। এরপর উপজেলার দীর্ঘা ইউনিয়নের শহীদ জননী মহাবিদ্যালয়ের নতুন চারতলা ভবনের উদ্বোধন করেন তিনি।