• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

খাদ্য সহায়তা অব্যাহত নীলফামারী জেলা ছাত্রলীগ সভাপতির

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২০  

নবম দিনেও বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা অব্যাহত রেখেছেন নীলফামারী জেলা ছাত্রলীগ সভাপতি মনিরুল হাসান শাহ্ আপেল। তার ব্যক্তিগত উদ্যোগে আজ শনিবার বিকাল হতে সন্ধ্যায় পর্যন্ত নীলফামারী পৌরসভার ৩, ৬ ও ৮ নং ওয়ার্ডের বিভিন্ন পাড়ায় কর্মহীন ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন। খাদ্য সামগ্রী মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, লবন, তেল ও শুটকি।  

এ বিষয়ে জেলা ছাত্রলীগ সভাপতি মনিরুল হাসান শাহ্ আপেল বলেন, করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় প্রশাসনিকভাবে নীলফামারী এখন লকডাউন অবস্থায় রয়েছে। লকডাউনের কারনে ঘরবন্দী অবস্থায় শ্রমজীবি ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষেরা এখন বিপাকে পরে অনেক কষ্টে রয়েছে। তাদের এই অসহায় অবস্থায় বিগত ১০ দিন থেকে ব্যক্তিগত অর্থায়নে সাধ্যমতো মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করছি। 

তিনি বলেন, যতদিন পরিস্থিতি স্বাভাবিক হবে না ততদিন খাদ্য সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। সরকারের পাশাপাশি এভাবে সবাই যদি নিজেদের সামর্থ্য অনুযায়ী, নিজ দায়িত্বে মানুষের পাশে থাকেন। তবেই এই সংকট মোকাবেলা করা সম্ভব।

প্রসঙ্গ যে, মানুষের দুর্দিনে নীলফামারী জেলা ছাত্রলীগ সভাপতি মনিরুল হাসান শাহ্ আপেলের এমন কার্যক্রমে হাসি ফুটছে অনেক অসহায় মানুষের মুখে।