• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

খানসামা হাসপাতালে মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের ওপর নিষেধাজ্ঞা

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৪ জুলাই ২০১৯  

দিনাজপুরের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ কোম্পানির মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ এবং ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইভেট ক্লিনিকের প্রতিনিধিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। চিকিৎসক ভিজিট ও রোগীদের প্রেসক্রিপশনের ছবি না তোলার জন্য তাদের ওপর এ নিষেধাজ্ঞা জারি করা হয়। 

বুধবার (৩ জুলাই) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু রেজা মো. মাহমুদুল হক স্বাক্ষরিত নোটিশে এ নিষেধাজ্ঞার বিষয়টি জানানো হয়।

নোটিশে বলা হয়, হাসপাতালের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ও রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সপ্তাহে একদিন (মঙ্গলবার দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত) চিকিৎসক ভিজিটের জন্য নির্দেশনা দেওয়া হলো। উল্লেখিত সময় ছাড়া আন্তঃবিভাগ, বহির্বিভাগ ও জরুরি বিভাগে অবস্থান না করতে এবং রোগীদের প্রেসক্রিপশনের ছবি না তুলতে ওষুধ কোম্পানি ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিদের নিষেধ করা হলো।

খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা, খানসামা থানা, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা, আন্তঃবিভাগ-বহির্বিভাগ ও জরুরি বিভাগের ইনচার্জ, খানসামার সব ডায়াগনোস্টিক সেন্টার ও ক্লিনিক মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নোটিশের কপি দেওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু রেজা মো. মাহমুদুল হক জানান, হাসপাতালের সেবা কার্যক্রমকে বিঘ্নিত না করতে ওষুধ কোম্পানি ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিদের এর আগেও জানানো হয়েছে, তবে তারা তা মানছেন না। বিষয়টি সরকারি কাজে বাধা দেওয়ার শামিল। তাই এ বিষয়ে নোটিশ জারি করা হয়েছে। কেউ আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।