• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারাদেশে মানববন্ধন করবে বিএনপি

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৯  

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে পূর্বঘোষিত দু’দিনের কর্মসূচির অংশ হিসেবে আজ সারা দেশে মানববন্ধন কর্মসূচি পালন করবে বিএনপি।

এ উপলক্ষে দেশজুড়ে প্রস্তুতি নিয়েছে মহানগর ও জেলা বিএনপির নেতাকর্মীরা। নেত্রীর মুক্তির দাবিতে মানববন্ধনে বড় জমায়েতের চেষ্টা করা হবে বলেও ইঙ্গিত পাওয়া গেছে। জেলা ও মহানগর পর্যায়ে এ মানববন্ধনে কেন্দ্রীয় নেতারাও অংশ নেবেন।

এর আগে গত রবিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানান, খালেদা জিয়ার মুক্তি ও তার সুচিকিৎসার দাবিতে ১২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সারা দেশে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। এ ছাড়া বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো পর্যায়ক্রমে কর্মসূচি পালন করবে বলেও জানান ফখরুল।

ওই ঘোষণায় বিএনপি মহাসচিব আরও জানান, খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ২১ সেপ্টেম্বর সিলেট, ২৬ সেপ্টেম্বর ময়মনসিংহ এবং ২৯ সেপ্টেম্বর রাজশাহীতে বিভাগীয় সমাবেশ হবে। এর পর রংপুরেও সমাবেশ হবে। তবে রংপুরে সমাবেশের তারিখ এখনও ঘোষণা করা হয়নি।