• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

গাইবান্ধায় করোনাভাইরাসে আক্রান্ত আরো দুই নারী

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ মার্চ ২০২০  

গাইবান্ধায় আরো দুই নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ।
তিনি জানান, ওই দুইজন যুক্তরাষ্ট্র প্রবাসী মা ও ছেলের সংস্পর্শে এসেছিলেন।

সিভিন সার্জন আরো জানান, ১০ মার্চ যুক্তরাষ্ট্র থেকে দেশে আসেন মা-ছেলে। ১৩ মার্চ তারা সাদুল্লাপুরে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেন। পরবর্তীতে বিষয়টি জেলা স্বাস্থ্য বিভাগের নজরে এলে তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। ১৫ মার্চ সিভিল সার্জনের কার্যালয় থেকে মা-ছেলের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। সেখানে তাদের ফলাফল পজিটিভ আসে।

সাদুল্লাপুরের ইউএনও নবী নেওয়াজ জানান, ওই বিয়েবাড়িতে উপজেলার আরো পাঁচশ মানুষ অংশ নিয়েছিল। এ কারণে দুইজন শনাক্ত হওয়ার পর পুরো উপজেলা লকডাউন করা হয়। পরে দুই প্রবাসীর সংস্পর্শে আসা ৮৯ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। তাদের মধ্যেই ওই দুই নারী আক্রান্ত বলে শনাক্ত করে আইইডিসিআর।