• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

গাইবান্ধায় ধানক্ষেতে বজ্রপাতে দুই নারীর মৃত্যু, ৪ জন অগ্নিদগ্ধ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ মার্চ ২০২০  

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বজ্রপাতে দুই নারীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- কবিতা রানী (৩২) ও বিষু বালা (৪৪)। এ সময় বজ্রপাতে আরও চারজন অগ্নিদগ্ধ হয়েছেন।

গতকাল শুক্রবার (৬ মার্চ) দুপুরে উপজেলার সোনারাম ইউনিয়নের বলরাম গ্রামে এ ঘটনা ঘটে। কবিতা রানী সুন্দরগঞ্জ উপজেলার সোনারাম ইউনিয়নের বলগ্রামের রবি দাস চন্দ্রের স্ত্রী ও বিষু বালা একই গ্রামের আকালু চন্দ্রের স্ত্রী।

সোনারাম ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ বদিরুল আহসান সেলিম বলেন, ‘শুক্রবার দুপুরে কবিতা রানী ও তার স্বামী রবি দাসসহ কয়েকজন ধানের জমিতে কাজ করছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হলে, কবিতা রানীসহ পাঁচজন অগ্নিদগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কবিতা রানীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অগ্নিদগ্ধদের মধ্যে বিষু বালা (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।’

এ ঘটনায় আহতরা হলেন- মালেকা বেগম (৪৩), মমতা বেগম (৩৮), ভারতী রাণী (৫২) ও শোভা রাণী (৫৩)।