• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

গাইবান্ধায় বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট খেলা শুরু

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২০  

গাইবান্ধায় রোববার থেকে বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট খেলা শুরু হয়েছে। স্থানীয় শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে এ খেলার উদ্বোধন করেন জাতীয় সংসদদের হুইপ মাহবুব আরা গিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় এবং গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থা এ খেলার আয়োজন করে।

জেলা ক্রীড়া সংস্থার সদস্য মাসুদুল হক মাসুদের সঞ্চালনায় জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ডিসি মো. আবদুল মতিনের সভাপতিত্বে খেলা শুরুর পূর্ব আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহসভাপতি এসপি মুহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন প্রমুখ। 

উদ্বোধনী দিনের খেলায় অংশ নেয় গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও আমার বাংলা মাধ্যমিক বিদ্যাপীঠ। খেলায় দুটি গ্রুপে মোট আটটি দল অংশ নেবে। 

‘এ’ গ্রুপের দলগুলো- হচ্ছে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বালক বিদ্যালয়, এসকেএস স্কুল অ্যান্ড কলেজ, গাইবান্ধা এন.এইচ মডার্ন উচ্চ বিদ্যালয় ও আমার বাংলা মাধ্যমিক বিদ্যাপীঠ। 

‘বি’গ্রুপের দলগুলো হচ্ছে- লক্ষ্মীপুর স্কুল ও কলেজ, গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়, গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয় ও পুলিশ লাইন্স স্কুল।