• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

গাইবান্ধায় বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্র ৫০০ পরিবারকে ত্রাণ বিতরণ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৯  

গাইবান্ধা সদরে বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্র ৫০০ পরিবারকে ত্রাণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ‍উপজেলার ঘাগোয়া ইউপির দারিয়াপুর হাইস্কুল মাঠে ত্রাণ বিতরণ করেন অতিরিক্ত সচিব শাহাদত হোসাইন। 

আইসিসিও কো-অপারেশনের সহায়তায় গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) ত্রাণ সামগ্রী বিতরণ করে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইসিসিও-বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেটেটিভ সাকেব নবী, গণউন্নয়ন কেন্দ্রের (জিইউকে) নির্বাহী প্রধান এম. আবদুস সালাম ও ঘাগোয়া ইউপির চেয়ারম্যান আমিনুর জামান রিংকু। 

ত্রাণ হিসেবে পরিবার প্রতি ৩০ কেজি চাল, দুই কেজি ডাল, এক লিটার সয়াবিল, এক কেজি সুজি, ৫০০ গ্রাম চিনি, এক কেজি লবণ, পাঁচটি খাবার স্যালাইন, একটি গোসল, একটি কাপড় কাচা সাবান ও নগদ ৫০০ টাকা দেয়া হয়।