• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

গাইবান্ধায় ২৮ টাকার ইনজেকশন ১৮০ টাকায় বিক্রি, ফার্মেসিকে জরিমানা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৯  

গাইবান্ধায় ২৮ টাকা মূল্যের ইনজেকশন ১৮০ টাকা বিক্রির অভিযোগে একটি ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

সোমবার বিকেলে শহরের কলেজ রোডের ফাতেমা মেডিকেল স্টোর এন্ড মেডিসিন কর্নারকে এই  জরিমানা করে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর গাইবান্ধা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আলী এই অভিযান পরিচালনা করেন। তিনি জানান, জানতে পারি অনেকদিন ধরেই শহরের কয়েকটি ফার্মেসি বিক্রি মূল্য অপেক্ষা অধিকমূল্যে ওষুধ বিক্রয় করে সাধারণ মানুষদের ঠকিয়ে যাচ্ছে। এর সত্যতা পাওয়ায় ওই ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

এ সময় পরবর্তীতে ভোক্তা অধিকার বিরোধী অপরাধ কর্মকাণ্ড হতে বিরত থাকার জন্যও কঠোর নিদের্শনা দেয়া হয়। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত রাখা হবে বলেও তিনি আশ্বাস দেন।