• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

গাছ লাগাতে বলে সমালোচনার শিকার কঙ্গনা রানাউত

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২১  

করোনার দ্বিতীয় ওয়েভে ভারতজুড়ে যখন অক্সিজেন সঙ্কট চরমে তখন নেটিজেনদের জন্য সমস্যার স্থায়ী সমাধান নিয়ে এলেন কঙ্গনা রানাউত। কিন্তু বিতর্ক যেন তাঁর পিছু ছাড়ে না। বৃহস্পতিবার সকালে টুইটে একটি ভিডিও শেযার করে তিনি লেখেন, কেউ যদি দেহে অক্সিজেনের অভাব বোধ করেন তাহলে এই পদ্ধতি অবলম্বন করতে পারেন।

কিন্তু এই সমস্যার স্থায়ী সমাধান হলো গাছ লাগানো। যদি তা না পারেন তাহলে অন্তত গাছ কাটবেন না। একইসাথে তিনি বলেন পুরনো জামাকাপড় পুনর্ব্যবহার করা, নিরামিষ খাওয়া ও অরগ্যানিক জীবনযাপন করাই এই সমস্যার স্থায়ী সমাধান। আর এরপরই ট্রোলের শিকার হন অভিনেত্রী।

কঙ্গনার এই উপদেশ ভালোভাবে নেননি কেউ। নেটিজেনরা কঙ্গনার টুইটের পরে তাঁকে ট্রোল করে একাধিক মেম বানাতে থাকেন। কেউ তাঁর বুদ্ধি নিয়ে প্রশ্ন তোলেন তো কেউ সরাসরি কুরুচিকর আক্রমণ দেগে বসেন। 

এর আগের দিনই কঙ্গনা অভিযোগ করেন দেশে জনসংখ্যা বৃদ্ধির কারণেই মানুষ মারা যাচ্ছে। তৃতীয় সন্তান হলেই জেল বা জরিমানা, জনসংখ্যা নিয়ন্ত্রণে কঠোর আইনের দাবি তোলেন কঙ্গনা। কেউ কেউ পাল্টা টুইটে করে তোপ দাগেন যে কঙ্গনার নিজেরই ভাই ও বোন রয়েছে। সে নিয়েও বিতর্ক দানা বাঁধে।