• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

গাছ লাগিয়ে পদ্মশ্রী সম্মাননা পেলেন নারী

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২০  

গাছ লাগিয়ে পদ্মশ্রী পেলেন ৭২ বছর বয়সী তুলসি গৌড়া। ২০২০ সালের ভারতের চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান প্রদান করা হয়েছে প্রচারের আড়ালে থাকা এই মানুষটিকে।

তুলসী গৌড়া কোনো প্রথাগত শিক্ষা পাননি। তবে গাছপালা সম্পর্কে বিশেষ করে ঔষধি গাছ সম্পর্কে অনেক জ্ঞানার্জন করেছেন তিনি। বন সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বাড়াতে গত কয়েক দশক ধরে কাজ করে চলেছেন হাল্কাকি উপজাতির এই বৃদ্ধা।

তুলসী গৌড়া কর্নাটক প্রদেশের হোনাল্লি গ্রামের বাসিন্দা। ওই রাজ্যে তিনি একাই লক্ষাধিক গাছ লাগিয়েছেন, যার বেশিরভাগই হারবাল ওষুধ তৈরির কাজে ব্যবহৃত হয়ে আসছে। তিনি তুলসী বন বিভাগ দ্বারা পরিচালিত বনায়ন কর্মসূচিতে সক্রিয়ভাবে জড়িত। যতক্ষণ পর্যন্ত গাছের চারাগুলো নিজেরাই না দাঁড়ায় ততক্ষণ তাদের লালন-পালন করেন তিনি।

বিভিন্ন প্রজাতির গাছপালা ও ঔষধি গাছের বিষয়ে বিস্তৃত জ্ঞানের জন্য ‘অরণ্যের বিশ্বকোষ’ হিসেবেও পরিচিত তুলসী গৌড়া।