• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

গাম্বিয়ার পদক্ষেপকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৯  

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার মামলা করেছে জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আন্তর্জাতিক বিচার আদালতে।

দেশটি সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যা করার জন্য মিয়ানমারের বিরুদ্ধে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পক্ষে মামলা করায় বাংলাদেশ গাম্বিয়াকে স্বাগত জানিয়েছে।

সোমবার এ সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন সাংবাদিকদের বলেন, আমরা একে স্বাগত জানিয়েছি। এটি ওআইসির সিদ্ধান্ত। এটা আমাদের জন্য সুসংবাদ যে ওআইসি কিছুটা দায়িত্ব নিচ্ছে। তিনি আরো বলেন, ওআইসি একটি রেজুলেশন পাস করে এই পদক্ষেপটি শুরু করেছিল এবং ‘আমরা এতে খুশি।

বাংলাদেশ ও গাম্বিয়া উভয়ই ওআইসির সদস্য রাষ্ট্র এবং মিয়ানমারসহ তিনটি দেশই ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশনের স্বাক্ষরকারী, যা কেবল রাজ্যকে গণহত্যা করা থেকে বিরত রাখে না, গণহত্যার অপরাধ রোধ ও শাস্তি দিতে সমস্ত স্বাক্ষরকারী রাষ্ট্রকে বাধ্য করে।