• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

গুরুত্বপূর্ণ সেবার ৯০ ভাগ ডিজিটাল হবে- পলক

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ জুলাই ২০২০  

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ২০২১ সালের মধ্যে আইটি ও আইটিইএস খাতে ২০ লাখ কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে ৫০০ কোটি টাকা আয় হবে। তিনি বলেন, এই সময়ে ৯০ শতাংশ নাগরিককে ইন্টারনেটে সংযুক্ত করার পাশাপাশি গুরুত্বপূর্ণ সেবার ৯০ শতাংশই ডিজিটাল মাধ্যমে সরবরাহ করা হবে।

বুধবার আন্তর্জাতিক সংস্থা এশিয়ান প্রডাক্টিভিটি অর্গানাইজেশন (এপিও), জাপান হেডকোয়ার্টার্সের উদ্যোগে আয়োজিত ‘ফুড ফর নেশন’-এর অধীনে ডিজিটাল মার্কেটপ্লেস তৈরি এবং কভিড-১৯ মোকাবেলায় বাংলাদেশের উদ্যোগ বিষয়ে ভার্চুয়াল টক শোতে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। 

এর আগে এপিও মহাসচিব ড. এ কে পি মোস্তান বাংলাদেশের কভিড-১৯ মোকাবেলায় গৃহীত পদক্ষেপসমূহের বিষয়ে প্রতিমন্ত্রীর কাছে বিস্তারিত জানতে চান। 

কভিড-১৯ সময়ে জনগণের সচেতনতা ও সেবায় নেওয়া নানা উদ্যোগের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, করোনাভাইরাস সময়ে আমরা অনেক শিক্ষা নিয়েছি। কভিড-পরিবর্তী সময়ের জন্য এরই মধ্যে একটি আইসিটি রোডম্যাপ তৈরি করা হয়েছে।