• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

গৃহহীনদের অবস্থান জানতে প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রতিনিধি

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২১  

নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের তেলীপাড়ায় সোমবার(১৫ ফেব্রুয়ারী) বিকাল ৪টায় গৃহহীন-ভূমিহীনদের বর্তমান অবস্থান পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রায়ণ-২ প্রকল্পের প্রতিনিধিদল। 

এ পরিদর্শন প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রায়ন-২ প্রকল্পের উপ-প্রকল্প প্রকৌশলী আনোয়ার রহমান, উপ-সহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম এসেছিলেন। এ সময় ডোমার উপজেলা নিবার্হী অফিসার শাহিনা শবনম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মোঃমোহাইনুল ইসলাম,বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম (রিমুন) প্রমুখ উপস্থিত ছিলেন।

সুবিধাভোগী ফারজানা আখতার জানান, আমরা অনেক অনেক খুশি, আনন্দে। আমরা চিন্তাই করিনি কখনো পাকা ঘরে থাকব। আমরা প্রধানমন্ত্রীর দির্ঘায়ু কামনা করছি। আরো কামনা করছি ,প্রধানমন্ত্রী দীর্ঘ দিন ক্ষমতায় থাকেন। তার জন্য সারা জীবন দোয়া করব ।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গত ২৩ জানুয়ারী ডোমার উপজেলায় বিভিন্ন স্থানে ৩৮টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে ঘর প্রদান করেন।