• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালকদের ড্রাগ টেস্ট

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২০  

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালকদের ড্রাগ টেস্টসহ পরিবহনে বিভিন্ন পরীক্ষা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রংপুর-ঢাকা মহাসড়কে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উদ্যোগে পরিবহণ চালকদের অ্যালকোহল ডিটেক্টর মেশিন দিয়ে ড্রাগ টেস্ট, স্পিডগান মেশিন দিয়ে গাড়ীর গতিবেগ নিয়ন্ত্রণ ও আরএফআইডি মেশিন দিয়ে গাড়ীর কাগজপত্রাদি চেকিং কার্যক্রম পরিচালনা করা হয়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জেলানী জানান, যানবাহনের চালকরা মাদক গ্রহণ করলে দুর্ঘটনা ঘটতে পারে।  দুর্ঘটনা রোধে সর্বক্ষণ হাইওয়ে থানা কাজ করে চলছে। দিনরাত তিনজন সাব-ইন্সপেক্টর, দুইজন সার্জেন্ট দায়িত্ব পালন করছেন।