• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

গ্রামবাংলায় তৃণমূল মানুষের সেবা করার মানসিকতা থাকতে হবে

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২০  

গরিব মানুষদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে গ্রামবাংলায় তৃণমূল পর্যায়ে মানুষের সেবা করা ও  সেবার মানসিকতা নিয়ে চিকিৎসকদের অবস্থান করতে হবে বলে মন্তব্য করেছেন দিনাজপুর-১ আসনের এমপি মনোরঞ্জন শীল গোপাল। শনিবার দুপুরে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সের অয়োজনে ‘৩৯ তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের’ চিকিৎসকদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শফিউল আজমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার, ইউএনও মনিরুল হাসান, কাহারোল থানার ওসি মনোজ কুমার রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সদ্য যোগদানকারী সাত জন চিকিৎসকে সংবর্ধনা দেয়া হয়। চিকিৎসরা হলেন, ডা. মো. মোরসালিন, ডা. মো. রায়হান কবির জিকো, ডা. হারদুন নাহার টপি, ডা. মৌমিতা বসাক, ডা. তৃপনা প্রভা, ডা. অন্তরা সেন ও ডা. তাজরুভা তাবাসসুম। 

সভায় উপজেলার সামাজিক, রাজনৈতিক, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, সুশীল সমাজের নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।