• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঘুরে দাঁড়িয়েছে ডোমারের জনবল

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৮  

অসহায় হতদরিদ্র, অসচ্ছল, প্রতিবন্ধী, বেকার মানুষদের দৈনন্দিন জীবনযাপনে সহায়তাসহ ঘুরে দাঁড়ানোর পথ দেখিয়েছে বর্তমান সরকারের উদ্যোগ চলমান সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বেশ কয়েকটি প্রকল্প। বিশে^র উন্নত দেশগুলোর আদলে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা

বাংলাদেশেও এই সামাজিক নিরাপত্তা বেষ্টনী প্রকল্প কার্যক্রম চালু করা হয়। এই সামাজিক নিরাপত্তা বেষ্টনী প্রকল্পের আওতায় বর্তমানে দেশে উল্লেখ্যযোগ্য বেশ কয়েকটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এর মধ্যে বর্তমান সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নীলফামারী জেলাধীন সীমান্তঘেঁষা দুই উপজেলা ডোমার-ডিমলায় এ পর্যন্ত ৮১ হাজার ৭৮০ জন ব্যক্তিকে বিভিন্নভাবে সহায়তা প্রদান করা হয়েছে। প্রাপ্ত তথ্য মতে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানে নীলফামারী জেলার ডোমার ও ডিমলা উপজেলায় ৭৭৯৩জন হতদরিদ্রকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়াও ৫৪,৪১৬ জনকে ভিজিএফ কাড, ৮৪৫১জনকে ভিজিডি কার্ড, ২৭১ জনকে মাতৃকালীন ভাতা, ২৬৮৮ জনকে বিধবাভাতা, ৩৮৭৬ জন নারী ও পুরুষকে বয়স্কভাতা, ১১৮৮জন প্রতিবন্ধীকে ভাতা প্রদান করা হয়েছে। শিক্ষা সহায়তা ও ভাতা দেয়া হয়েছে ৬৮ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে। অন্যদিকে, মুক্তিযোদ্ধা কল্যাণ প্রকল্পের আওতায় উক্ত উপজেলাদ্বয়ে ৩০৮জন মুক্তিযোদ্ধাকে ভাতা প্রদান করা এবং একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় উল্লেখিত উপজেলা দুটিতে ২৭০০টি পরিবারের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করার মাধ্যমে ঘুরে দাড়ানোর পথ দেখিয়েছি।

বর্তমান সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী প্রকল্পের আওতায় বর্তমানে উক্ত প্রকল্পসমূহ বাস্তবায়নের ফলে ডোমার-ডিমলা উপজেলা দুটি বর্তমানে দেশে রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। গ্রামীণ জীবনের হাস্যজ্জ্বল প্রতিচ্ছবি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বর্তমান সরকারের উদ্যোগে পরিচালিত সামাজিক নিরাপত্তা বেষ্টনী প্রকল্পের আওতায় এসব বিভিন্ন প্রকল্প। যার ফলে দারিদ্র্য দূরীকরণ, হতদরিদ্রদের সচ্ছলতা আনয়ন, কর্মসংস্থানসহ অন্নসংস্থানের ব্যবস্থা নিশ্চিত হয় যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ^নেতা ও মানবতার জননী’ হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করেছে।