• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ঘূর্ণিঝডের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সোমবারের পরীক্ষাও স্থগিত

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ নভেম্বর ২০১৯  

ঘূর্ণিঝড় বুলবুলের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সোমবারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়টির প্রধান তথ্য কর্মকর্তা ফয়জুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সোমবার অনার্স দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে স্থগিত হওয়া পরীক্ষা কবে হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

এর আগে ঘূর্ণিঝড় ‌‌‌‌‌‌‌‘বুলবুল‌’ এর কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শনিবার পরীক্ষাও স্থগিত করেছিল কর্তৃপক্ষ। শনিবার সম্মান দ্বিতীয় বর্ষ এবং এলএলবির পরীক্ষা হওয়ার কথা ছিল।

এদিকে ঘূর্ণিঝড়ের কারণে সোমবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা স্থগিত করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ঘূর্ণিঝড়ের কারণে সারাদেশের ১১ নভেম্বর সোমবারের জেএসসি ও জেডিসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এদিন সকাল ১০টা থেকে জেএসসির বিজ্ঞান ও একই সময় থেকে জেডিসির ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

নতুন সময়সূচির বিষয়ে এম এ খায়ের বলেন, ১১ তারিখের জেএসসির পরীক্ষা ১৩ তারিখে ও জেডিসির পরীক্ষা ১৬ তারিখ সকাল ১০টা থেকে শুরু হবে।