• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

ঘূর্ণিঝড় বুলবুলে কৃষকদের ক্ষতি পোষাতে ৮০ কোটি টাকা বরাদ্দ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ নভেম্বর ২০১৯  

ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের। দেশের ১৬ জেলার ২ লাখ ৮৯ হাজার হেক্টর জমির ১৮ ধরনের ফসলের ক্ষতি হয়েছে। এর মধ্যে রোপা আমন বেশি আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন কৃষি সম্পসারণ অধিদফতরের পরিচালক চান্দি দাস কুণ্ড। তবে, ক্ষতির প্রকৃত পরিমাণ নিশ্চিত হতে আরো ৩/৪ দিন সময় লাগবে। কৃষকদের এই ক্ষতি কাটিয়ে ওঠার জন্য ৮০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার।

কৃষি সম্পসারণ অধিদফতরের পরিচালক চান্দি দাস কুণ্ড বলেন, রোপা আমন বাতাসের তীব্রতায় নুয়ে পড়েছে। আমরা কৃষকদের পরামর্শ দিয়েছি রোপা আমন যদি কাঁচা থাকে, তাহলে তুলে ঝুঁটি বেঁধে দাঁড় করিয়ে দিতে হবে। পেকে গেলে দ্রুত পানির ওপর থেকে কেটে তুলতে হবে। আমাদের মাঠকর্মকর্তারা এ বিষয়ে কাজ করছেন।

তিনি আরো বলেন, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, বরগুনা, পিরোজপুর, ফেনী, পটুয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, চট্টগ্রাম ও নোয়াখালীতে বেশি ফসলের ক্ষতি হয়েছে। কৃষকদের এই ক্ষতি কাটিয়ে ওঠার জন্য আমরা এরইমধ্যে ৮০ কোটি টাকা বরাদ্দ দিয়েছি।

ঘূর্ণিঝড় বুলবুল শনিবার রাত ৯টার দিকে খুলনার সুন্দরবন উপকূল দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। প্রবেশের সময় ঘণ্টায় বাতাসের গতিবেগ সর্বোচ্চ ১৪০ কিলোমিটার থাকলেও সুন্দরবনে প্রবেশের পর ধীরে-ধীরে গতি কমতে  থাকে। ঝড়ে বিভিন্ন জেলায় আটজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।