• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

ঘূর্ণিঝড় বুলবুলের কারণে মঙ্গলবারের জেএসসি-জেডিসি পরীক্ষাও স্থগিত

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ নভেম্বর ২০১৯  

ঘূর্ণিঝড় বুলবুলের কারণে আগামী ১২ নভেম্বরের (মঙ্গলবার) জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষাও স্থগিত করা হয়েছে।  

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের  এ তথ্য নিশ্চিত করেছেন।

নতুন সময়সূচি অনুযায়ী, ১২ নভেম্বরের জেএসসি পরীক্ষা হবে ১৪ নভেম্বর। আর জেডিসি পরীক্ষাটি হবে ১৫ নভেম্বর। 

এর আগে জেএসসির ১২ নভেম্বরের পরীক্ষাটি গত ৯ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ঘূর্ণিঝড়ের কারণে তা পিছিয়ে ১২ তারিখ নির্ধারণ করা হয়।

তবে সেটি আবার পিছিয়ে ১৪ নভেম্বর করা হয়েছে। এদিন সকাল ১০টা থেকে জেএসসির গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়া ১২ নভেম্বর জেডিসিতে বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হবে ১৫ নভেম্বর সকাল ৯টা থেকে।