• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

ঘোড়াঘাট ইউএনও’র ওপর হামলার প্রতিবাদে ডোমারে মানববন্ধন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২০  

দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নীলফামারীর ডোমার উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে থেকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সর সামনের সড়কে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ঘণ্টাব্যাপী ওই কর্মসূচি পালন করেন। 

মানববন্ধন শেষে সমাবেশে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নুরননবীর সভাপতিত্বে বক্তৃতা করেন, সাবেক সহকারী কমান্ডার গোলাম রাব্বানী, সাবেক ডেপুটি কমান্ডার এমএ কবির, পৌর কমান্ডের সাবেক কমান্ডার ইলিয়াছ হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ডোমার উপজেলার আহবায়ক আল-আমীন রহমান, জলঢাকা উপজেলা আহবায়ক  মো. আসাদুজ্জামান, মুক্তিযোদ্ধা সন্তান মো. সজিব প্রমুখ। 

বক্তরা অভিযোগ করে বলেন, ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলীর ওপর সন্ত্রাসী হামলা নিছক কোনো চুরির ঘটনা নয়। পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশে তাদের ওপর ওই সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। এসময় অপরাধীদের দ্রুত বিচারের দাবি জানান বক্তারা।