• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

ঘোড়াঘাটে ভিজিডির চাল বিক্রি: হাতেনাতে ধরলেন ছাত্রলীগ নেতা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২০  

দিনাজপুরের ঘোড়াঘাটে অবৈধভাবে ভিজিডির চাল বিক্রিকালে এক দোকানিকে হাতেনাতে ধরিয়ে দিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ চৌধুরী। পরে ওই দোকানিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম। সোমবার উপজেলার ঘোড়াঘাট ৪ নং ইউনিয়নের বাজারে এ ঘটনা ঘটে।

জানা যায়, ঘোড়াঘাটে দীর্ঘদিন ধরেই কালোবাজার অবৈধভাবে ত্রাণ ও সরকারি বিভিন্ন সহযোগিতার চাল দোকানে বিক্রি হতো। সম্প্রতি এরকম বিষয় স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীদের নজরে আসে। পরে ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ চৌধুরীর নেতৃত্বে ওই দোকানিকে হাতেনাতে ধরা হয়। 

এ বিষয়ে প্রদীপ চৌধুরী বলেন, ঘটনাটি বিভিন্ন সময়ে শুনেছি। স্থানীয় এক মেম্বারের মাধ্যমে এসব চাল দোকানে সরবরাহ করা হতো। আজ ওই দোকানিকে আটক করা হয়েছে।