• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ট্রাফিক সার্জেন্টের চিরবিদায়

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০১৯  

চট্টগ্রামে অজ্ঞাত গাড়ির চাপায় আব্দুল্লাহ বকসী নামে এক ট্রাফিক সার্জেন্ট নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ফৌজদারহাট বন্দর বাইপাস সড়কের হালিশহর জেলেপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ বকসী নরসিংদী জেলার বাসিন্দা। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বন্দর বিভাগের ট্রাফিক সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

আব্দুল্লাহ কীভাবে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন, সেটা জানা যায়নি।

সীতাকুণ্ডের ট্রাফিক পরিদর্শক (টিআই) রফিক আহমদ মজুমদার বলেন, দুর্ঘটনায় আহত অবস্থায় পড়ে থাকতে দেখে আব্দুল্লাহ বকসীকে উদ্ধার করেন একটি ব্যক্তিগত গাড়ির চালক। পরে আহত আব্দুল্লাহকে ফৌজদারহাট ট্রাফিক পুলিশের কাছে হস্তান্তর করে তিনি চলে যান। 

ফৌজদারহাট ট্রাফিক পুলিশের সদস্যরা আব্দুল্লাহকে প্রথমে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে নেন। সেখানে তার অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়। চমেক হাসপাতালের চিকিৎসক আব্দুল্লাহ বকসীকে মৃত ঘোষণা করেন।