• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

চলচ্চিত্র অভিনেতা বাবর আর নেই!

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৬ আগস্ট ২০১৯  

জনপ্রিয় খল অভিনেতা খলিলুর রহমান বাবর (৬৭) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

আজ সোমবার সকাল ৯টা ১০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী সুলতানা রহমান, মেয়ে ওমাইনা রহমান এবং ছেলে রিয়াদুর রহমানকে রেখে গেছেন।

বিষয়টি নিশ্চিত করে প্রয়াত অভিনেতার ছেলে রিয়াদুর রহমান বলেন, ‘বাবার শারীরিক অবস্থা খারাপের দিকে যাচ্ছিল। বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে স্ট্রোক করলে বাবাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকাল ৯টা ১০ মিনিটে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ‘বাদ যোহর এফডিসিতে বাবার জানাযা শেষে কলাবাগানের বাসায় নেয়া হবে। তারপর তাঁকে মিরপুর শহীদ বুদ্ধিজীবি কবরস্থানে দাফন করা হবে।

জনপ্রিয় খল অভিনেতা বাবর দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। এর আগে গ্যাংরিনের (পায়ে পচন) জন্য ডাক্তারের পরামর্শে তাঁর বাঁ পায়ের তিনটি আঙুল সর্বশেষ বাঁ পায়ের হাঁটু থেকে নিচের অংশ কেটে ফেলা হয়।

একাধারে অভিনেতা, পরিচালক প্রযোজক খলিলুর রহমান বাবর ১৯৫২ সালের ৩রা ফেব্রুয়ারি ঢাকার গেন্ডারিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি নায়ক হিসেবেই চলচ্চিত্রে যাত্রা শুরনু করেন। গুণী পরিচালক আমজাদ হোসেনেরবাংলার মুখছবি দিয়ে তিনি চলচ্চিত্রে প্রবেশ করেন। এরপর তিনি খলনায়ক হিসেবে নায়করাজ রাজ্জাক প্রযোজিত জহিরুল হক পরিচালিতরংবাজচলচ্চিত্র দিয়ে যাত্রা শুরু করেন। অভিনয় জীবেন তিনি তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।

জনপ্রিয় খল অভিনেতা প্রযোজক পরিচালক হিসেবেও নিজের মুন্সিয়ানা দেখিয়েছেন। তিনিদয়াবান’, ‘দাগী’, ‘দাদাভাইসহ বেশ কিছু ব্যবসাসফল ছবি পরিচালনা প্রযোজনা করেছেন।