• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

চলমান অভিযানে সব অপরাধীকে শাস্তির আওতায় আনা হবে: কাদের

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ অক্টোবর ২০১৯  

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,দুর্নীতি, মাদক, জুয়াসহ যেকোনো অপরাধ করে কেউ পার পাবে না। চলমান অভিযান অব্যাহত থাকবে। বুয়েট ছাত্র আবরার হত্যাকারী আসামি হিসেবে তাৎক্ষণিক কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। শুধু বুয়েট ছাত্র না যেকোনো অপরাধে অভিযুক্ত আসামিকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, ছাত্রলীগ বা যুবলীগের গুটিকয়েকজন অপরাধ করলে সেটার জন্য গোটা সংগঠন দায়ী নয়। অপরাধ করে কেউ ছাড় পাবে না। দলের পরিচয়ে কেউ অপকর্ম করলে আরো ছাড় হবে না। 

বিএনপির সময় অপকর্মের বিরুদ্ধে কোন প্রশাসনিক বা দলীয় ব্যবস্থা ছিল না। কিন্তু আওয়ামী লীগ সব অপকর্মের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। প্রশাসন প্রধানমন্ত্রীর মনোভাব জানে এবং তাই  কঠোর ব্যবস্থা নিচ্ছে। ৫ মিনিটের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। বিচার প্রক্রিয়া চলছে। একদিনেই তো আর বিচার করা যায় না। 

জামায়াত-শিবির নিষিদ্ধ করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, নির্বাচন কমিশনে দলের তালিকায় জামায়াত নেই। জামায়াত-শিবির নিষিদ্ধের বিষয় আদালতে বিচারাধীন।  

বুয়েটের ভিসি ক্যাম্পাসে না আসা নিয়ে কাদের বলেন সম্ভবত ভিসি অসুস্থ। এমনটাই শুনেছি আমি। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুন-অর-রশিদ, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসেন প্রমুখ।