• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

চাল নিয়ে চালাকি, জরিমানা ৫০ হাজার টাকা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০১৯  

নীলফামারীর ডোমারে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় স্বল্পমূল্যে চাল বিতরণ করা হচ্ছে। এ জন্য বরাদ্দ করা ভালো চাল পরিবর্তন করে নিম্নমাণের চাল দরিদ্রদের দিতে প্রস্তুতি নিয়েছিলেন ডিলার মো. সামিউল ইসলাম। কিন্তু হাতেনাতে ধরা পড়েছেন। 

সোমবার ভ্রাম্যমাণ আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। ঘটনাটি উপজেলার হরিণচড়া ইউপির ধরনীগজ্ঞ বাজারের।   

খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ডোমারে চাল বিতরণ করছেন ৩৬ জন ডিলার। প্রতি কেজি চালের মূল্য রাখা হচ্ছে ১০ টাকা। কার্ড প্রতি মাসে ৩০ কেজি চাল প্রদান করা হচ্ছে। হরিণচড়া ইউপির ধরনীগজ্ঞ বাজারে  ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন সামিউল ইসলাম। গত ৪ সেপ্টেম্বর তিনি ডোমার গোডাউন থেকে ১৫ দশমিক ৯০ মেট্রিক টন (৩০ কেজির ৫০৩টি  কার্ড হিসেব করে) চাল সংগ্রহ করেন। পরে চাল পরিবর্তন করে হাতেনাতে ধরা পড়েছেন। সামিউল ইসলাম হরিণচড়া ইউপির শেওটগাড়ী গ্রামের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা। বাবার নাম আবু বক্কর সিদ্দিক। 

ডোমারের ইউএনও উম্মে ফাতিমা গোপন সূত্রে খবর পান সরকারের দেয়া ভালো চাল পরিবর্তন করে ডিলার সামিউল নিম্নমানের চাল গুদামে রাখছেন। তিনি রোববার সন্ধ্যায় গোডাউন পরিদর্শন করে অভিযোগের সত্যতা পান। এরপর সিলগালা করা হয় গোডাউনটি। সোমবার দুপুরে ইউএনও উম্মে ফাতিমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি  ভোক্তা অধিকার সংরক্ষণ  আইনের ৪১ ধারায় সামিউলকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে সাতদিনের জেল দেয়া হয় । 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অতিরিক্ত  দায়িত্ব ) তৌহিদুল ইসলাম, ওসিএলএসডি জিয়াউর রহমান, সহকারী মৎস কর্মকর্তা ও ট্যাগ অফিসার শামসুল হক, হরিণচড়া ইউপির চেয়ারম্যান আজিজুল ইসলামসহ প্রমুখ ।

সামিউল ইসলাম বলেন, চাল ব্যবসায়ী মর্তেজ আলী আমার কাছ থেকে ১৭ বস্তা চাল পরিবর্তন করে নিম্নমানের চাল দিয়েছেন। আমি আর্থিক সুবিধার জন্য ১৫০০ টাকা নিয়েছি। ঘটনার মাধ্যমে আমি ভোক্তা অধিকার ক্ষুণ্ন করেছি। আমি অপরাধ স্বীকার করে ক্ষমা চাচ্ছি।