• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

চীন সীমান্তে বিদ্রোহীদের সাথে সংঘর্ষে মিয়ানমারের ৩০ সেনা নিহত

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২২ আগস্ট ২০১৯  

চীন সীমান্তের উত্তরাঞ্চলের শান রাজ্যে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী নর্দার্ন অ্যালায়েন্সের বিদ্রোহীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়েছে মিয়ানমারের সেনাবাহিনীর। এতে দেশটির ৩০ সেনা সদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত ৮ টারও বেশি সময় পর্যন্ত প্রদেশের বিভিন্নস্থানে হওয়া সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটেছে।

বুধবার থাইল্যান্ডভিত্তিক সংবাদ মাধ্যম ইরাবতি এ খবর জানায়। যদিও মিয়ানমারের সেনাবাহিনীর পক্ষ থেকে এ খবর পুরোপুরি অস্বীকার করা হয়েছে। ইরাবতি পত্রিকা জানিয়েছে, মিয়ানমারের শান রাজ্যের বিভিন্ন স্থানে সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের ৯টি সংঘর্ষ হয়। ৩ থেকে ৪ ঘণ্টা ধরে সংঘর্ষ চলে। এতে অন্তত ৩০ সেনা নিহত এবং আরও ১৬ সেনা আহত হয়েছে।

সংঘর্ষে গৃহহীন হয়ে পড়েছে আরো ২ হাজারের বেশি মানুষ জানিয়ে, ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এর এক প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের উত্তরাঞ্চলের সহিংসতা ও বিধ্বস্ত শান রাজ্যের নতুন এ সংঘর্ষ, দেশটির নেত্রী ও স্টেট কাউন্সিলর অং সান সু চির জন্য বড় ধাক্কা।

মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতীর প্রতিবেদনে বলা হয়, বেশিরভাগ সংঘর্ষ লাসিও থেকে মিউসি পর্যন্ত মহাসড়কের কটকাই শহরতলীতে হয়েছিল বলে নৃতাত্ত্বিক জোটের পক্ষ থেকে জানানো হয়। এর মধ্যে কিছু সংঘর্ষ ৩ থেকে ৪ ঘণ্টা টিকেছিল। তবে বেশিরভাগ সংঘর্ষ রাত ৮টার মধ্যেই শেষ হয়ে যায়। সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের ওই এলাকায় ৯টি সংঘর্ষ হয়েছে বলে জানানো হয়। ব্রাদারহুড জোটের পক্ষ থেকে বলা হয়, ৩০ শত্রু সেনা সদস্য নিহত হয়েছে এবং ১৬জন আহত হয়েছে। তবে বিদ্রোহীদের কয়েকজন আহত হয়েছে, কেউ মারা যায়নি।