• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

চীনে কারখানায় ভয়াবহ আগুনে ১৯ শ্রমিকের মৃত্যু

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০১৯  

চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ ঝেজিয়াং’য়ে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৯ শ্রমিক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অন্তত আরো ৩ জন।

রোববার প্রদেশটির নিনঘাই কাউন্টির রিকি ডেইলি নেসেসিটিস কোম্পানির একটি কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সোমবার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের শিল্পখাতে এটাই সর্বশেষ ভয়াবহ দুর্ঘটনা। কারখানায় কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

চীনের কারখানাগুলোতে পণ্য উৎপাদনে বিশ্বের সর্বাধুনিক সব প্রযুক্তির ব্যবহার করা হলেও দুর্ঘটনা থেকে নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়না। ফলে প্রায়শই সেগুলোতে দুর্ঘটনা ঘটে ও ব্যাপক প্রাণহানী হয়।

এর আগে চলতি বছরের মার্চে পূর্বাঞ্চলীয় জিয়াংসু একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৭৮ জনের মৃত্যু হয়েছিলো। গুরুতর আহত আহত হয়েছিলো শতাধিক লোক। সূত্র - এনডিটিভি