• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

চ্যান্সেলর অ্যাওয়ার্ড পাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২০  

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রথম সমাবর্তনে স্নাতক ও স্নাতকোত্তর ১৩ শিক্ষার্থীকে চ্যান্সেলর অ্যাওয়ার্ড ও ৫২ জনকে ডিনস অ্যাওয়ার্ড দেয়া হবে। তারা বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ফলাফল অর্জন করেছেন।


চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেতে মনোনীত হয়েছেন মো. মাসুদ রানা (অর্থনীতি), খাদিজা বেগম (গণিত), পারভিন আক্তার (গণিত), আমেনা বেগম (আইসিটি), সানজিদা হক (পদার্থবিজ্ঞান), মাহিনুর আক্তার (গণিত), মোসা. নয়ন তারা (অর্থনীতি), নাসরিন আক্তার ঝুমুর (মার্কেটিং), রাবেয়া জামান (এআইএস), আমেনা বেগম (আইসিটি), মোহাম্মদ রফিকুল ইসলাম (ব্যবস্থাপনা শিক্ষা), মোহাম্মদ কামরুল হাসান (আইসিটি), উম্মুল খায়ের সুমি (পরিসংখ্যান), রিপা আক্তার (ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং)।  এদের মধ্যে আইসিটি বিভাগের আমেনা বেগম স্নাতক ও স্নাতকোত্তর উভয়ে অ্যাওয়ার্ড পাচ্ছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, রাষ্ট্রপতির হাত থেকে স্বর্ণপদক গ্রহণ শিক্ষাজীবনে সবচেয়ে বড় অর্জন। এটি আমাদের জন্যও অনেক বড় প্রাপ্তি। আমরা চাই শিক্ষার্থীরা শিক্ষাজীবন শেষে সর্বোচ্চ জায়গায় থাকুক।

২৭ জানুয়ারি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন। এতে অংশগ্রহণে ২ হাজার ৮৮৭ জন রেজিস্ট্রেশন করেছেন। সমাবর্তনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয় চ্যান্সেলর মো. আব্দুল হামিদ উপস্থিত থাকবেন।