• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

ছদ্মবেশে সরকারি অফিস থেকে দালাল ধরলেন ম্যাজিস্ট্রেট

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২০  

দালাল ধরতে ছদ্মবেশে রংপুরের বিভিন্ন সরকারি অফিসে অভিযান চালিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। সরকারি সেবাগ্রহীতাদের হয়রানি লাঘবে মঙ্গলবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে তিনি সেবাপ্রার্থী সেজে নগরীর জোনাল সেটেলমেন্ট অফিস, বিআরটিএ অফিস, পাসপোর্ট অফিসসহ বেশ কয়েকটি অফিসে যান।

এ সময় জোনাল সেটেলমেন্ট অফিস থেকে নগরীর মুন্সিপাড়া এলাকার লাভলু হোসেনকে এবং বিআরটিএ অফিস থেকে সাতগড়া মিস্ত্রিপাড়া এলাকার রবিউল ইসলামকে হাতেনাতে আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। পরে ভ্রাম্যমাণ আদালতে লাভলু হোসেনকে সাতদিন এবং রবিউল ইসলামকে দুইদিনের কারাদণ্ড দেন।

দালালচক্রের কার্যক্রম প্রতিরোধে জেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।