• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ছাত্রদলে বাদ পড়েননি বিবাহিত-পেশাজীবীরাও

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২১  

প্রায় আড়াই বছর আগে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের আংশিক কমিটি দেয়া হয়। সেই কমিটি দিয়েই কোনোরকমে সাংগঠনিক কার্যক্রম চালিয়েছেন নেতারা। সম্প্রতি ৩২১ সদস্যের জেলা ও ২৬১ সদস্যের মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়। বিশাল এ কমিটিতে বিবাহিত-পেশাজীবীরাও স্থান পেয়েছেন।
জানা গেছে, ২০১৮ সালের ১৩ জুন সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্র থেকে প্রতিটি ইউনিটে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৮ জনের নাম ঘোষণা করা হয়। এরপর বিভিন্ন সময় উদ্যোগ নিলেও নানা বিতর্কে আলোর মুখ দেখেনি পূর্ণাঙ্গ কমিটি।

সর্বশেষ গত মঙ্গলবার সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল। কমিটিতে পদপ্রত্যাশী বিবাহিত, অছাত্র ও পেশাজীবী কেউই বাদ যাননি।

সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন বলেন, করোনা পরিস্থিতিসহ নানা কারণে কমিটি পূর্ণাঙ্গ করতে সময় বেশি লেগেছে। তাই এবার কমিটির পরিধি বড় করে সবাইকে সন্তুষ্ট রাখা হয়েছে। তবে কমিটিতে বিবাহিত-পেশাজীবীরাও স্থান পেয়েছেন।