• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ছেলেকে স্কুলে দেখতে গিয়ে আবারও গণপিটুনির কবলে মা!

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৩ আগস্ট ২০১৯  

জামালপুরে দত্তক ছেলেকে স্কুলে দেখতে গিয়ে ছেলেধরা সন্দেহে স্থানীয়দের গণপিটুনির কবলে পড়েছিলেন দুই নারী। সে সময় মা-সহ এক নারীকে উদ্ধার করে পুলিশ।

শনিবার সকালে শহরের বর্গাবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, গণপিটুনির আগেই দুই নারীকে উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, তেঁতুলিয়া গ্রামের মাহফুজা বেগম তার প্রতিবেশী হোসনে আরাকে সঙ্গে নিয়ে ওই বিদ্যালয়ে গিয়েছিলেন। ছেলেটি দত্তক নেয় মাহফুজা বেগম।

এদিকে স্কুলে পৌঁছানোর পর এক শিক্ষক মা-সহ দুই নারীর পরিচয় জানতে চাইলে পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি ছেলেধরা আটকের গুজব ছড়িয়ে দেয়।

পরে স্থানীয়রা তাদের গণপিটুনি দেয়ার চেষ্টা করে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে দুই নারীকে উদ্ধার করে পুলিশ।